মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আগামী মে মাসের মধ্যে আরও দুই লাখ প্রাণহানির আশঙ্কা করছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
Advertisement
তাদের দাবি, সংক্রমণ ঠেকাতে এসময়ে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করলেও মৃতের সংখ্যা অন্তত এক লাখ ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন চার লাখ ৩০ হাজার মানুষ। সিএনএন এর এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
গবেষকরা বলছেন, যদি এখন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা নিয়ম মেনে মাস্ক ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন, তবুও আগামী তিন মাসে করোনায় অন্তত এক লাখ ৩০ হাজার মার্কিনির মৃত্যু হতে পারে।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরণ এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে। এখন যুক্তরাষ্ট্রে করোনার নতুন দুইটি অধিক সংক্রমক স্ট্রেইন ছড়িয়ে পড়তে শুরু করেছে।
Advertisement
দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ আরও বাড়বে।’ শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এদিকে দেশটির ফেডারেল ও স্থানীয় সরকারগুলো মহামারি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে। যত দ্রুত সম্ভব জনগণকে ভ্যাকসিন দিতেও সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে গ্রীষ্মের আগে হার্ড ইমিউনিটি গঠনের মতো ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে না।
কৌশলী ইমা/এএএইচ
Advertisement