দেশজুড়ে

কক্সবাজার পৌঁছাল ৮৪ হাজার ডোজ টিকা, প্রয়োগ শুরু ৭ ফেব্রুয়ারি

কক্সবাজারে প্রথম ধাপে ৮৪ হাজার ডোজ করোনাভাইরাস টিকা পৌঁছেছে। রোববার (৩১ জানুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এই টিকা গ্রহণ করেন। পরে টিকাগুলো জেলার ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়।

Advertisement

সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্রিজার ভ্যানযোগে টিকাগুলো কক্সবাজার পৌঁছানো হয়। পরে সেগুলো ইপিআই ভবনে রাখা হয়েছে। সেখানে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু হবে। সরকারি নির্দেশনা মেনে প্রথম ধাপে করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের টিকা প্রদান করা হবে। এর মধ্যে থাকবেন স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষক ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা। পর্যায়ক্রমে সকলকে টিকা প্রয়োগ করা হবে।

ডা. মাহবুবুর রহমান আরও বলেন, এরই মধ্যে টিকা প্রয়োগের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জেলার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীর স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Advertisement

সায়ীদ আলমগীর/এএএইচ