কামাল পারভেজ অভি, সৌদি আরব
Advertisement
সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের আগামী তিন বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)।
রোববার (৩১ জানুয়ারি) দেশটির পাসপোর্ট অধিদফতর এ ঘোষণা দিয়েছে। যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য ভিসা নিয়ে ফিরে আসবেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বলেও অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, যেসব প্রবাসী এক্সিট ও রি-এন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেনি, তাদের ওপর আগামী তিন বছরের জন্য সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
Advertisement
অর্থাৎ যেসব প্রবাসীরা দেশে আসার পর ভিসার নির্দিষ্ট মেয়াদের মধ্যে সৌদিতে প্রবেশ করতে ব্যর্থ হবে তাদের পরবর্তী তিন বছর সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না।
যারা ছুটি ও পুনরায় প্রবেশের ভিসায় দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সৌদিতে ফিরে আসতে চান এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসতে পারেননি তাদের প্রশ্নের জবাবে জাওয়াজাত আজ এ ঘোষণা দেয়।
এমআরএম/এআরএ/এমএস
Advertisement