জাতীয়

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের বৈঠক

এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহকারী মহাসচিব হাউলিয়াং জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়স্থ অফিস কক্ষে এক বৈঠক করেছেন। মঙ্গলবার বিকেলে এই বৈঠকটি হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সংস্থার আবাসিক প্রতিনিধি পলিন টেমেসিস ও সহকারী আবাসিক প্রতিনিধি শায়লা খান উপস্থিত ছিলেন।সভায় বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা জোরদারকরণে ঐক্যমত পোষণ করা হয়। ইউএনডিপি কর্তৃক চলমান ইউনিয়ন ও উপজেলা পরিষদ গভর্ন্যান্স, মহিলাদের আর্থিক সক্ষমতার্জনে নতুন সুযোগ সৃষ্টি ও গ্রাম আদালত প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।এলজিআরডি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সংস্কার ও শক্তিশালীকরণ কার্যক্রমে ইউএনডিপির আরো সহায়তা কামনা করেন। তিনি বাংলাদেশের পল্লী উন্নয়ন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও অর্জনসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন।প্রতিনিধিদলের নেতা হাউলিয়াং জু বাংলাদেশে স্থানীয় সরকার বিভাগে চলমান উন্নয়ন প্রকল্পসমূহে অধিকতর আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।এসএ/এসএইচএস/বিএ

Advertisement