দেশজুড়ে

চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে ৫ জনের যাবজ্জীবন

ফারিয়া আফরিন ঐশী নামে পাঁচবছর বয়সী এক শিশুকে অপহরণের দায়ে দুই নারী ডাকাতসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত।ফারিয়া আফরিন ঐশী অপহরণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রেজাউল করিম মঙ্গলবার এ রায় দেন।দোষী সাব্যস্ত আসামিরা হলো- রহিমা বেগম, রোকসানা আখতার, মামুনুর রশিদ, জালালউদ্দিন ও করিম।এছাড়াও আদালত দোষীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ার নূরুল বাশার নামে এক ব্যক্তিকে খালাশ দিয়েছেন আদালত।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দোষী সাব্যস্ত ব্যক্তিরা গত ২৭ জানুয়ারি পাঁচবছর বয়সী শিশু ঐশীকে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে তাদের বাসার সামনে থেকে অপহরণ করে। অপহরণকারীরা তাকে বাঁশখালী উপজেলার উপকূলীয় খুদুখালী এলাকায় নিয়ে আটকে রাখে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।এ ঘটনায় ঐশীর বাবা চাঁদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশ গত ০২ ফেব্রুয়ারি তাকে খুদুখালী এলাকার রহিমার বাড়ি থেকে উদ্ধার করে।পরে ঐশীর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ গত ১৪ মে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং আদালত ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে।আদালত বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন এবং অভিযুক্তদের উপস্থিতিতে রায় প্রদান করেন।একে/আরআইপি

Advertisement