আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৩০ জানুয়ারি ২০২১

বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কতশত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি চিরতরে বন্ধ করল ইতালিসৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইতালি। এসব দেশকে অস্ত্র দিলে সেগুলো নিরীহ ইয়েমেনিদের রক্ত ঝরাতে ব্যবহৃত হবে আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। ইয়েমেন যুদ্ধে জড়িত থাকায় সৌদি ও আমিরাতের কাছে বছর দেড়েক আগে সাময়িকভাবে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল ইতালি। শুক্রবার সেই সিদ্ধান্তকেই স্থায়ী রূপ দেয়ার ঘোষণা দিয়েছে তারা।

জনসনের এক ডোজের ভ্যাকসিনে নতুন আশাকরোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে এক ডোজের ভ্যাকসিন আনছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। অন্যগুলোর তুলনায় এটি দামে যেমন সস্তা, পরিবহনও সহজ। এর জন্য কোল্ডচেইন বা অতিশীতল তাপমাত্রার প্রয়োজন পড়বে না, সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে মাসের পর মাস। শুক্রবার জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বিশ্বব্যাপী তৃতীয় ধাপের ট্রায়ালে তাদের করোনা ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। তবে গুরুতর রোগীদের ক্ষেত্রে এর সাফল্য ৮৫ শতাংশ।

নোবেল পুরস্কারের জন্য মনোনীত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’গত বছর সারা বিশ্বে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নরওয়ের এক আইনপ্রণেতা শনিবার এ তথ্য জানিয়েছেন। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সূত্রপাত ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে। তবে গত বছর মে মাসে এক পুলিশ সদস্য কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার পর মুহূর্তেই বর্ণবাদবিরোধী এই আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’কে মনোনয়ন দেয়া সমাজতন্ত্রী আইনপ্রণেতা পিটার এইডে বলেন, ‘বর্ণবাদ সংক্রান্ত অবিচারের ক্ষেত্রে এই আন্দোলন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্দোলনগুলোর একটি।’

Advertisement

আফগানিস্তানে তালেবানের বোমা হামলায় নিহত ৮

আফগানিস্তানে তালেবানের বোমা হামলায় নিহত ৮ আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিতে বোমাভর্তি একটি গাড়ি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। গাড়িটি ঘাঁটির দিকে চালিয়ে নিয়ে গিয়ে আত্মঘাতী এই হামলা ঘটানো হয়। তালেবান হামলার দায় স্বীকার করেছে। অস্থিতিশীল প্রদেশ নানগারাহতে শনিবার ভোর হওয়ার আগে এই হামলা চালানো হয়। এর আগে এই প্রদেশে সরকারি বাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল তালেবান।

কিউবায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫কিউবায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় একটি দ্বীপের পাহাড়ের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় কপ্টারটিতে পাঁচজন আরোহী ছিল। দুর্ঘটনায় সবার মৃত্যু হয়েছে। ওই হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় হোলগুন প্রদেশ থেকে উড্ডয়ন করেছিল। এটি সংক্ষিপ্ত সফরে গুয়ানতানামো প্রদেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের পর গন্তব্যে পৌঁছানোর আগেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

করোনাভাইরাসের নতুন ধরন প্রতিরোধে সক্ষম ইরানের ভ্যাকসিনইরানের নিজস্বভাবে তৈরি ভ্যাকসিন ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অধীনে পরিচালিত প্রভাবশালী সরকারি প্রতিষ্ঠান সেতাদে ভ্যাকসিন উৎপাদনের সমন্বয়কারী হাসান জালিলি শনিবার বলেন, কোভিরান বারেকাত ভ্যাকসিনের দুটি ডোজ নেয়া স্বেচ্ছাসেবীর রক্তের নমুনা আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে।

Advertisement

বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার পথ খুলছে আমিরাতবিদেশি নাগরিকদের জন্য সুখবর দিল মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। শনিবার নতুন এক ঘোষণায় জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমিরাতে অবস্থানরত বিদেশিদের নাগরিকত্ব প্রদানের পথ খুলে দেয়া হচ্ছে। আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেন, নতুন এই সংশোধনীর আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন।

ইউরোপে এবার প্রাপ্তবয়স্কদের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদনইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিকিৎসা নিয়ন্ত্রকরা ১৮ বছর ও তার বেশি বয়সী সকলের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছেন। দ্রুত গতিতে ভ্যাকসিন কার্যক্রম চালানো হচ্ছে না এমন অভিযোগের পর এই সংস্থাটি এই সিদ্ধান্ত নিল। শুক্রবার প্রাপ্তবয়স্ক সবার জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেয় ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ)। জার্মানি ১৮-৬৪ বছর বয়সীদের ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করার একদিন পরেই সংস্থাটি এই অনুমোদন দিল।

আর্জেন্টিনায় করোনা মোকাবিলায় বাড়তি ট্যাক্স দিচ্ছেন ধনীরামহামারি মোকাবেলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের ওপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা। সম্প্রতি নতুন এই আইন কার্যকর হয়েছে। ধনীদের কাছ থেকে নেয়া বাড়তি এই কর করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দরকারি চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। দেশটির যেসব ধনী ব্যক্তিদের আর্জেন্টাইন মুদ্রায় ২শ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে তাদের ওপর এই নতুন কর আরোপ করা হয়েছে।

অর্ধেক বন্ধু বলে কিছু নেই: ব্রিটিশদের জন্য ফ্রান্সের হুঁশিয়ারিকিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে স্থায়ীভাবে বের হয়ে গেছে যুক্তরাজ্য। বাণিজ্য চালু রাখতে নতুন চুক্তি হলেও তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যাধিক মাখামাখিও ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাজ্যের প্রতিবেশীরা। এ নিয়েই যেন হালকা হুঁশিয়ারি দিয়ে দিলেন ফরাসি প্রেসিডেন্ট। ব্রিটিশদের লোকদেখানো বন্ধুত্ব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এমকে/এমকেএইচ