সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন কাউন্সিলর প্রার্থী (স্বতন্ত্র) রফিকুল ইসলাম।
Advertisement
শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা নির্বাচন অফিসে লিখিতভাবে অভিযোগ দিয়ে তিনি নির্বাচন বর্জন ও পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান।
এদিকে সন্ধ্যায় ভোট গণনা শেষে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ১১ ভোট বেশি পেয়ে তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ভোট বর্জন করা বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৬ ভোট। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনায়েত খান ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৫ ভোট।
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরজ্ঞন বিশ্বাস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
Advertisement
এর আগে বিকেলে বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম লিখিত অভিযোগে বলেন, ‘আমি ভোটকেন্দ্রে গিয়ে দেখি বুথে নির্বাচন শুরুর আগে শতাধিক সিলমারা ব্যালট বাক্সে ভরা রয়েছে। ভোটাররা গিয়ে দেখেন ব্যালট পেপারে আগে থেকেই ডালিম প্রতীকে সিলমারা রয়েছে। অভিনব কায়দায় ভোট চুরি করা হচ্ছে। আমি এ নির্বাচন বর্জন করে পুনরায় তফসিল ঘোষণার দাবি করছি।’
এসআর/এমকেএইচ