দেশজুড়ে

শিক্ষিকা হত্যা মামলায় যুবদলের ৪ কর্মী কারাগারে

নোয়াখালীতে পিকেটারের ইটের আঘাতে শামছুন্নাহার নামের এক শিক্ষিকা হত্যা মামলায় যুবদল নেতা ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক ভিপি ফজলে এলাহি পলাশসহ যুবদলের চার কর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করলে নোয়াখালীর বিচারিক ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।একই মামলায় আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্য চন্দ্র দাসকেও জেলহাজতে পাঠানো হয়।উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর হরতাল-অবরোধ চলাকালালে নোয়াখালীর মাইজদীর পৌর বাজার এলাকায় পিকেটারদের ইটের আঘাতে স্কুলশিক্ষিকা শামছুন্নাহার মারা যান। ওই ঘটনায় সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বাদী হয়ে জেলা যুবদল সভাপতি মাহবুব আলমগীর আলোসহ বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। মিজানুর রহমান/এআরএ/আরআইপি

Advertisement