খেলাধুলা

চ্যাম্পিয়নশিপ লিগ শুরু ৭ ফেব্রুয়ারি

পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়াবে ৭ ফেব্রুয়ারি। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ সম্পর্কিত উপকমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে, চ্যাম্পিয়নশিপ লিগের খেলা হবে কমলাপুর বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। এবারের লিগে অংশ নেবে ১২টি ক্লাব।

করোনাকালে খেলোয়াড় ও অফিসিয়ালদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেক ক্লাবকে তাদের দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষা করা হবে বাফুফের অধীনেই।

চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো হচ্ছে-নোফেল স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব, ওয়ারী ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, কাওরান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ফর্টিস এফসি লিমিটেড ও উত্তরা ফুটবল ক্লাব।

Advertisement

আরআই/এমএমআর/এএসএম/এমএস