খেলাধুলা

এবার চার গোলে হারলো বাংলাদেশ

রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের খেলায় টিম ক্যাহিলের হ্যাটট্রিকে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথমার্ধের দেয়া চার গোলেই শেষ পর্যন্ত ৪-০ গোলে স্বাগতিকদের হারায় সকারুরা। পার্থে প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে সকারুরা। সে ধারায় ৬ মিনিটেই এগিয়ে যায় তারা। অ্যারন মুইর ফ্রি কিক থেকে টিম ক্যাহিলের গোলে লিড নেয় সকারুরা। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। এবারো দলকে এগিয়ে নেন টিম ক্যাহিল। বক্সের জটলার মধ্য থেকে দারুণ এক গোল করেন ইংলিশ ক্লাব এভারটনের সাবেক এ খেলোয়াড়।পাঁচ মিনিট পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন টিম ক্যাহিল। অ্যারন মুইয়ের পাস থেকে গোল করেন এ অভিজ্ঞ ফরোয়ার্ড। ৪৩ মিনিটে আবারো ব্যবধান বাড়ায় অস্ট্রেলিয়া। পোস্টের ডান দিকে একেবারে ফাঁকায় বল পেয়ে আলতো হেডে বল জালে পাঠান দলপতি জেডিনাক।প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতির পর আবশ্য তুলনামূলক ভালো ফুটবল খেলে বাংলাদেশ। এই অর্ধে আর কোনো গোল না খেলে প্রথমার্ধের ফলাফলই শেষ ফলাফল হয়।আরটি/একে/আরআইপি

Advertisement