জাতীয়

জ্বালানি তেল ও ওষুধের সহায়তা চেয়েছে নেপাল

ভূমিকম্প পরবর্তী জ্বালানি তেল, চাল এবং ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহায়তা চেয়েছে নেপাল। বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হারী কুমার শ্রেষ্ঠা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই সহায়তা চান। শেখ হাসিনা নেপালকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।  হরি কুমার শ্রেষ্ঠ মঙ্গলবার বিকালে গণভবনে শেখ হাসিনা সঙ্গে সাক্ষাত করেন। নেপালের ভূমিকম্পের পরপরই চিকিৎসকদের দল, ওষুধ এবং এক লাখ মেট্রিক টন চাল পাঠানোর জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হরি কুমার শ্রেষ্ঠ। এই মুহুর্তে নেপালে জীবনরক্ষাকারী ওষুধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সে দেশের রাষ্ট্রদূত। ফলে নেপালকে আরো সহায়তার আশ্বাস দেন শেখ হাসিনা।এসএ/একে/আরআইপি

Advertisement