জাতীয়

নিরাপত্তা জোরদার হচ্ছে ন্যাম ভবনেও

দেশব্যাপী নাশকতা বৃদ্ধি পাওয়া এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জাতীয় সংসদ ভবনের পাশাপাশি এমপিদের আবাসস্থল ন্যাম ভবনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের আবাসিক সাব কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংসদ ভবন ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা দুর্বলতার কথা তুলে সংশ্লিষ্টদের সমালোচনা করেন কমিটির সদস্যরা। সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী ও খালিদ মাহমুদ চৌধুরী অংশগ্রহণ করনে। বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নিরাপত্তা নিশ্চিত করতে ত্বড়িত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।কমিটি সূত্র জানায়, সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর জাতীয় সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত শনিবার ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সংসদ ভবন এলাকায় নিজস্ব ও নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়ার্ডসহ র্যাব নিয়োগ করা হয়েছে। সংসদ ভবনের মূল প্রবেশ পথে সশস্ত্র প্রহারা বসানো হয়েছে। সংসদের নিজস্ব নিরাপত্তা বাহিনীর দুর্বলতার কারণে প্রধাানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ন্যাম ভবনের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় আসে।বৈঠকে সংসদ সদস্যদের আবাসিক ভবনের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠকে অভিযোগ করা হয়, ভবনগুলোতে নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত থাকলেও তারা অনেকটাই নিষ্ক্রিয় অবস্থায় থাকেন। অনেকে ডিউটি বাদ দিয়ে খোশগল্পে ব্যস্ত থাকেন। ভবনগুলোতে যে কেউ অবাধে যাতায়াত করতে পারে। এইচএস/এসএইচএস/আরআইপি

Advertisement