শিক্ষা

ফল প্রকাশের দিনেও কলেজগুলোতে নেই চিরচেনা কোলাহল

যেকোনো পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষার শেষ থাকে না। ভালো ফলাফলে দলবেঁধে উচ্ছ্বাস প্রকাশ আর হাতেগোনা কয়েকজনের খারাপ ফলাফলে হতাশ হওয়ার মুহূর্তও যেন এ দিনটিকে বৈচিত্র্যময় করে তোলে। আজ প্রকাশ করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। অথচ রাজধানীর কলেজগুলোর সামনে ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীদের ভিড় নেই। তাদের চিরচেনা কোলাহলও নেই কলেজের সামনে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা এবার কলেজে আসতে পারছেন না।

Advertisement

ছবি : বিপ্লব দিক্ষিৎ

রাজধানীর কয়েকটি কলেজ ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সেখানে কোনো শিক্ষার্থী নেই। কলেজের মূল গেটও তালাবদ্ধ রয়েছে। শুধু নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন।

ছবি : মাহবুব আলম

Advertisement

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনেও একই চিত্র দেখা গেছে। সেখানে দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মী রমজান। তিনি জাগো নিউজকে বলেন, ‘এবার ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের কেউ আসার কথা না। সকাল থেকে কাউকে দেখিনি। আর করোনার কারণে এবার স্কুলে জমায়েত করা যাবে না বলেও শুনেছি।’

তবে স্কুলের ৮ নম্বর গেটের সামনে ওই স্কুলে লটারিতে উত্তীর্ণ প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে। অভিভাবকরা জানিয়েছেন, আজ ভর্তির ফরম নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বই দেয়া হবে।

ছবি : মাহবুব আলম

এদিকে করোনা পরিস্থিতিতে এবারের ফল অনলাইনে প্রকাশিত হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের জমায়েত না হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

Advertisement

ছবি : বিপ্লব দিক্ষিৎ

করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। অবশেষে মহামারি আতঙ্কে পার করা বছরের এইচএসসি ও সমমানের ফলাফল আজ সাড়ে ১০টায় প্রকাশ করা হয়। ফল প্রকাশের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হন।

এওয়াইএইচ/ইএ/এমএস