শনিবার (২৯ জানুয়ারি) দিনভর বিদ্যুৎহীন থাকবে পুরো সিলেট নগর। মহানগর ছাড়াও সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ থাকবে না।
Advertisement
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর সকালে সিলেটের কুমারগাঁও এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নিয়ন্ত্রণাধীন জাতীয় গ্রিড লাইনের ১৩২/৩৩ কেভির উপকেন্দ্রে আগুন লাগে। আগুনে পিজিসিবি ও পিডিবির দুটি ট্রান্সফরমার পুড়ে যায়।
Advertisement
একইসঙ্গে সুইচ রুম, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
ওই দুর্ঘটনার পর টানা তিনদিন বিদ্যুৎহীন ছিলো সিলেট মহানগর, সিলেট সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসী। এর ফলে পানি সংকটে চরম দুর্ভোগ পোহাতে হয় লাখ লাখ বিদ্যুৎ গ্রাহককে।
ছামির মাহমুদ/এফএ/এমএস
Advertisement