ভারতের চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন দিতি। সেখানে সঙ্গে রয়েছেন ছেলে দীপ্ত ও মেয়ে লামিয়া। লামিয়া জানিয়েছেন, বর্তমানে ভালো আছেন মা। তিনি ফেসুবকে জানান, আশঙ্কা কেটে গেছে। মা সুস্থ হয়ে উঠছেন। শিগগিরই দেশে ফিরতে পারবো।মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় চলতি বছরের ২৫ জুন চেন্নাই যান দিতি। এর চারদিন পর এমআইওটি’তে অস্ত্রোপচার হয়। ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। মাস খানেক পর কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে ৩০ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় দিতিকে।এরপর আবারও চেন্নাইয়ের একই হাসপাতালে ৫ নভেম্বর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফল এ অস্ত্রোপচারে মস্তিষ্কে জমে থাকা পানি অপসারণ করা হয়।এলএ/পিআর
Advertisement