দেশজুড়ে

ভারতে পাচারকালে ২২ নারী-পুরুষ-শিশু উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

এদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও ২ জন শিশু রয়েছে। এ সময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদেরকে উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানবপাচারকারী দালাল মোকলেসুরের বাড়ির দুটি কক্ষ থেকে উদ্ধার করে।

এদের মধ্যে ১৫ জনের বাড়ি নড়াইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়ি থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় মোকলেসের স্ত্রী নাসিমা খাতুনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, দালাল মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সুবিধাজনক সময়ে তাদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবার কথা ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এসএমএম/এমকেএইচ

Advertisement