খেলাধুলা

স্ক্যান করা হলো সাকিবের, সন্ধ্যায় জানা যাবে কী অবস্থা?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে মাত্র ৪ ওভার বল করতে পেরেছিলেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারের ৫ম বল করে ফিল্ডিং করতে গিয়েই আঘাত পেলেন তিনি। কুঁচকিতে টান লাগে। এরপর আর বল করেননি। ফিজিও জুলিয়ান ক্যালেফাতের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সাকিব।

Advertisement

এরপর বিসিবি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’দিন পর্যবেক্ষণে রাখা হবে। যেহেতু পুরো দল রয়েছেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। এ কারণে অনেক কিছুই করতে হচ্ছে সতর্কতার মধ্যে।

ফিজিও জুলিয়ান ক্যালেফাতের অধীনে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর আজ সকাল ১০টায় স্ক্যান করা হয়েছে সাকিবের কুঁচকির। বাংলাদেশ দলের চিকিৎসব ডাক্তার দেবাশীষ চৌধুরী নিজে জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য। তবে স্ক্যানের রিপোর্ট পাওয়া যাবে সন্ধ্যায়। এরপরই জানা যাবে আসলে সাকিবের অবস্থা কী।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সে লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

Advertisement

কিন্তু শঙ্কা বেড়েছে সাকিবকে নিয়ে। কুঁচকির ব্যথায় যেভাবে তিনি মাঠ ছেড়েছেন, সে কারণে কী তিনি পারবেন টেস্ট সিরিজে খেলতে? এই প্রশ্ন যখন উঁকি-ঝুঁকি মারছে, তখন স্ক্যান করা হলো সাকিবের। সন্ধ্যায় পাওয়া রিপোর্ট থেকেই বোঝা যাবে, সাকিব খেলতে পারবেন কি পারবেন না।

এআরবি/আইএইচএস/এএসএম