ক্যাম্পাস

গোবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ২১ শিক্ষার্থী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৩০ হাজার ১৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবারে সাতটি ইউনিটের অধীনে ২০ বিভাগে এক হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এ ইউনিটে ১৪০ আসনের জন্য পাঁচ হাজার ৫১৬ জন, বি ইউনিটে ১৯০ আসনের জন্য দুই হাজার ৮৩৫ জন, সি ইউনিটে ২৬০ আসনের জন্য সাত হাজার ৭২৪ জন, ডি ইউনিটে ১৬০ আসনের জন্য দুই হাজার ৭৪৯ জন, ই ইউনিটে ৩৪০ আসনের জন্য ছয় হাজার ৩২৬ জন, এফ ইউনিটে ২৪০ আসনের জন্য চার হাজার ৮২৭ জন এবং জি ইউনিটে ১শ আসনের জন্য তিন হাজার ২৫৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।ফলে এ বছরের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ২১ জন শিক্ষীার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর এবং ই, এফ ও জি ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ১ অক্টোবর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ইউনিটসমূহে ভর্তির আবেদন করেন।  এ ইউনিটের বিভাগ হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বি ইউনিটের বিভাগ হলো গণিত, অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এবং পরিসংখ্যান, সি ইউনিটের বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এবং কৃষি, ডি ইউনিটের বিভাগ হলো ইংরেজি ও বাংলা, ই ইউনিটের বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক, এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং এবং জি ইউনিটের অধীনে বিভাগ হলো আইন। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি

Advertisement