গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত একজন নিহত হয়েছে। ৬ দশমিক ৫ মাত্রার এ ভূকম্পনে দেশটির লেফকাদা দ্বীপে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, গ্রিসের লেফকাদা শহর থেকে ১৩ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ১ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।পুলিশ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের পন্টি গ্রামে ভবন ধসে ৫৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। এছাড়া আথানি গ্রামে আরো এক নারী নিহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রধান সড়ক ধসে যাওয়ায় ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।এসআইএস/পিআর
Advertisement