আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চায়ের কাপে ঝড় তুলেছেন যশোরের চৌগাছার অর্ধ-ডজন মেয়র প্রার্থী। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা ব্যানার, পোস্টারে ছেয়ে ফেলেছেন গোটা এলাকা। মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রায় ৩০ জন কাউন্সিলর প্রার্থীও রয়েছেন মাঠে। ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতেও দৌড়ঝাঁপ করছেন। চৌগাছা পৌর এলাকা ঘুরে জানা গেছে, চৌগাছা পৌরসভায় মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের তিনজন, বিএনপির দুইজন ও জামায়াতের এক প্রার্থী ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন, উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান তৌহিদুর রহমান, পৌর যুবলীগের আহ্বায়ক নূর উদ্দিন আল মামুন হিমেল ও বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি বর্তমান পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এবং জামায়াত থেকে পৌর জামায়াতের সেক্রেটারি ও পৌর প্যানেল মেয়র কামাল হোসেন। পৌর মেয়রের সম্ভাব্য এ প্রার্থী তালিকার পাশাপাশি প্রায় ৩০ জন কাউন্সিলর প্রার্থীও নিজ নিজ ওয়ার্ড এলাকায় প্রচারাভিযান শুরু করেছেন। এ সকল প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তদবির করছেন নৌকা ও ধানের শীষ প্রতীক নিশ্চিত করার জন্য। প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ের জন্যও নানা কৌশল অবলম্বন করছেন। ভোটারদের নজরে পড়ার জন্য সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শুভেচ্ছার ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে গোটা পৌর এলাকা ছেয়ে ফেলেছেন। এলাকায় সভা, সমাবেশ করে উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। প্রার্থীরা নির্বাচনী মাঠ গরম করায় ভোটারাও তাদের নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন। তবে সিংহভাগ ভোটারাই এখন দলীয় মনোনয়নের দিকে তাকিয়ে আছেন। কে হচ্ছেন নৌকার মাঝি আর ধানের শীষ উঠছে কার হাতে- তা বিশ্লেষণ করেই প্রার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন বলে অনেকে জানিয়েছেন। তবে জামায়াতের দলীয় প্রতীকে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তাদের সম্ভাব্য প্রার্থী পৌর প্যানেল মেয়র কামাল হোসেনও নির্বাচনী কলাকৌশল নির্ধারণে ব্যতিব্যস্ত রয়েছেন। পৌরসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, চৌগাছায় পৌরসভা গঠনের পর ২০০৪ সালে বিগত বিএনপি সরকারের আমলে বিএনপি নেতা ও বর্তমান মেয়র সেলিম রেজা আওলিয়ারকে পৌর প্রশাসক নিয়োগ দেয়া হয়। এখানে সর্বশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারির নির্বাচনে বিএনপির সমর্থিত সেলিম রেজা আওলিয়ার মেয়র পদে বিজয়ী হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের অন্তঃদ্বন্দ্ব ও বিরোধের কারণে মেয়র পদে এস এম সাইফুর রহমান বাবুল এবং দেওয়ান তৌহিদুর রহমান দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ কারণে পৌরসভায় আওয়ামী লীগের ভরাডুবি হতে পারে বলে অভিমত দলীয় সমর্থকদের। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী এস এম সাইফুর রহমান বাবুল জানান, তিনি দলীয় সমর্থন ও নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী। পৌর এলাকায় নানাভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন তিনি। অপর দুই সম্ভাব্য মেয়র প্রার্থী যুবলীগের আহ্বায়ক নূর উদ্দিন আল মামুন ও আওয়ামী লীগ নেতা দেওয়ান তৌহিদুর রহমানও নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে, বর্তমান মেয়র সেলিম রেজা আওলিয়ার ও যুবদলের উপজেলা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন জানান, দল নির্বাচনে অংশ নিলে তারা দলীয় প্রতীক ধানের শীষ পাবেন বলে আশাবাদী। মিলন রহমান/এআরএ/পিআর
Advertisement