মিসরের সিনাইয়ে ২২৪ আরোহীবাহী বিধ্বস্ত রুশ বিমানটি সন্ত্রাসী হামলাতেই বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা প্রধান আলেক্সান্ডার বুর্টনিকফ। গত মাসে সিনাইয়ে ওই বিমানটি বিধ্বস্ত হলে সব আরোহী মারা যায়। খবর বিবিসির।বিমানের ধ্বংস্তুপে `বিস্ফোরকের চিহ্ন` পাওয়া গেছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন আলেক্সান্ডার। সিনাই উপদ্বীপের ওপর ওই হামলায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়ার প্রতিশ্রুতি করেছেন পুতিন।৩১ অক্টোবর শারম এল শেখ বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়ান এয়ারলাইন কোগালিমাভিয়ার এ-৩২১ এয়ারবাসের ওই বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২২৪ জন আরোহী ছিলেন। হামলায় নিহতদের প্রায় সবাই ছিলেন রুশ নাগরিক।এসআইএস/আরআইপি
Advertisement