দেশজুড়ে

মহেশপুরে ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : আটক ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের হামিদপুর গ্রামে আবুল কালাম আজাদ ও তরিকুল ইসলামের বাড়িতে র্দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গৃহকর্তাসহ ৪ জনকে পিটিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে বাবু ও ফরহাদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকদের বাড়ি মহেশপুর পৌর এলাকার হামিদপুর গ্রামে। স্থানীয়রা জানায়, সোমবার রাত আড়াইটার দিকে পৌর এলাকার হামিদপুর গ্রামের ব্যবসায়ী তরিকুল ইসলামের বাড়িতে এক দল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় তারা বাড়ির সকলকে বেঁধে মারপিট করতে থাকে। এতে আহত হন ব্যবসায়ী তরিকুল ইসলাম, মা সাজেদা বেগম ও তার ছেলে তৌহিদুর রহমান। ডাকাতরা যাওয়ার সময় তরিকুলের ও তার ভাড়াটিয়ার বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা ও তিন ভরি সোনাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একই সময় ডাকাতরা হানা দেয় মহেশপুর সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের প্রভাষক আবুল কালামের বাসায়। ডাকাতরা তাকে বেঁধে মারপিট করে এবং নগদ ৮ হাজার টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। আবুল কালামের স্ত্রী মুর্শিদা খাতুন বলেন, পাশের বাড়িতে ডাকাতি হওয়ার কথা শুনে তারা রাতে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ডাকাতরা তাদের জিম্মি করে। পরে তাদের বেঁধে মারপিট করে এবংবাড়ির তালা ভেঙে সব কিছু লুট করে নিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, আমরা দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি মালামাল উদ্ধার হবে। এসএস/আরআইপি

Advertisement