আন্তর্জাতিক

মুম্বাইয়ে ২টি ভবন ধসে নিহত ৩

মুম্বাইয়ে ২টি ভবন ধসে নিহত ৩

মুম্বাইয়ে শনিবার দু’টি ভবন ধসের ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে ওই ভবন ধসের ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।প্রথম দুর্ঘটনাটি ঘটেছে লতিফ হোটেলের কাছে অবস্থিত লাকি ম্যানসনে। ভবনটির নিচতলার একটি দেয়াল ধসে তিনজন আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাদের কেইএম হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজনের মৃত্যু ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার তিনজনই পথচারী। তাদের পরিচয় জানা যায়নি।কোলাবায় ঘটা অপর দুর্ঘটনায় মাশরুর শেখ (১৮) নামে এক তরুণ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। এতে ভবনটিতে কর্মরত ছয় শ্রমিক আহত হয়েছেন।

Advertisement