দেশজুড়ে

উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা, প্রথম হলো ‘সম্রাট’

মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে দুর্গানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মনোহরা গ্রামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রধান অতিথি হিসেবে ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম।

দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদের এমন আয়োজনে খুশি সব বয়সী মানুষ। প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থীরা জানান, পাঠ্যবইয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতার বিষয়টি তারা পড়েছেন। বাস্তবে দেখা হয়নি। এবার ইউনিয়ন পরিষদের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা তারা দেখলেন।

দুর্গানগর ইউপি চেয়ারম্যান আফসার আলী জানান, মুজিববর্ষে এমন আয়োজন করতে পেরে তারাও খুশি। দেশের ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন প্রতি বছরই করতে চান তারা।

Advertisement

সংসদ সদস্য তানভীর ইমাম জানান, মুজিববর্ষ পালনে আরও বড় কিছু করার পরিকল্পনা ছিল। তবে করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আগামীতে বড় আয়োজন থাকবে।

প্রতিযোগিতায় চার জেলা থেকে আসা ৫০টি ঘোড়া অংশগ্রহণ করে। দৌড়ে শাহজাদপুর উপজেলার রেমশবাড়ি গ্রামের ঘোড়সওয়ার আব্দুল মোমিনের সম্রাট ঘোড়া প্রথম স্থান ও উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের ঘোড়সওয়ার মো. রিয়াজ উদ্দিনের দুলদুল ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/জিকেএস

Advertisement