বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৩তম জন্মবার্ষিকী আজ (২৬ জানুয়ারি)। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মির্জা রুহুল আমিন ও মায়ের নাম মির্জা ফাতেমা আমিন।
Advertisement
২০১৬ সালে বিএনপি মহাসচিবের দায়িত্ব পান ফখরুল। ২০১১ সালের মার্চে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হন। এর আগে, তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও সংসদে যোগ দেননি ফখরুল। বিগত চারদলীয় জোট সরকারের সময় তিনি কৃষি, পর্যটন ও বেসরকারি বিমান চলাচল বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের হাতেখড়ি বামপন্থী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের হাত ধরে। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। ফখরুল ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৮০-এর দশকে তিনি মূলধারার রাজনীতিতে আসেন।
Advertisement
তার স্ত্রী রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সেখানেই শিক্ষকতা করছেন। আর ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে একটি স্কুলে শিক্ষকতা করছেন।
এসএস/জেআইএম