জাতীয়

যুক্তরাজ্যফেরত আরও ৬৮ যাত্রী কোয়ারেন্টাইনে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (২৫ জানুয়ারি সকাল আটটা থেকে ২৬ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত) আটটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত আরও ৬৮ জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Advertisement

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ৮৪৩ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা সর্বমোট ২২ হাজার ৩১৪ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কন্ট্রোল রুম) ডা. আবু সাঈদ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে জাগো নিউজকে এসব তথ্য জানান।

Advertisement

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র যুক্তরাজ্যফেরত ৬৮ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তারা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে নিজ খরচে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর নমুনা পরীক্ষা করে দেখা হবে। করোনা নেগেটিভ হলে তিনি বাসায় গিয়ে আরও আটদিন কোয়ারেন্টাইনে থাকবেন। করোনা পজিটিভ হলে তাকে সরকারি হাসপাতালে নিজ খরচে চিকিৎসা গ্রহণ করতে হবে।

এমইউ/এমআরআর/এমকেএইচ