টাঙ্গাইলের ভূঞাপুরে জেগে উঠা যমুনা নদীর চর থেকে বালু তুলে অবৈধভাবে বিক্রির দায়ে চারজনকে দণ্ড দিয়েছের ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যমুনায় জেগে ওঠা সিরাজকান্দির চরাঞ্চলের বালু বিক্রির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।
এ সময় চরাঞ্চলের বালু উত্তোলনের দায়ে নূহ মেম্বারের বালু ঘাটে অভিযান চালিয়ে আটক চারজনের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পলশিয়া গ্রামের নববেছ মণ্ডলের ছেলে মো. জাহিদুল মণ্ডল, ফজলুল হকের ছেলে শেখ মিজান, আব্দুল আলীমের ছেলে মমিন মণ্ডল ও পাটিতাপাড়ার আখতার হোসেনের ছেলে আল মামুন।
Advertisement
সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরিফ উর রহমান টগর/এসএমএম/জেআইএম