ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি হামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তিনি বলেন, আইএস জঙ্গিদের যে ৪০টি দেশ অর্থ সাহায্য করছে, তাদের মধ্যে বেশ কয়েকটি জি-২০ ভুক্ত দেশও রয়েছে।সোমবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের শেষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সংবাদ সম্মেলনে পুতিন তার দেশের গোয়েন্দাতথ্যের কিছু দিক তুলে ধরেন। জঙ্গি অর্থায়নের এই তথ্য মূল সম্মেলনেও তিনি তুলে ধরেছেন বলে জানান সাংবাদিকদের। এছাড়া আইএস জঙ্গিরা বেআইনিভাবে খনিজ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি করে বিভিন্ন দেশ থেকে টাকা তুলছে বলে অভিযোগ করেন পুতিন। উল্লেখিত তথ্য প্রমাণ করতে জোটভুক্ত দেশগুলোর প্রধানদের সামনে স্যাটেলাইট ও বিমান থেকে তোলা একাধিক পেট্রোল বাণিজ্যের ছবি দেখিয়েছিলেন তিনি।সম্মেলনে রাশিয়া প্রধান আরো বলেন,আইএস এর দ্বারা কোন দেশ বেশি কোন দেশ কম আক্রান্ত তা দেখার সময় এখন নেই, বরং সন্ত্রাস মোকাবেলায় আন্তর্জাতিক একটি সমন্নিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন, সৌদি আরব, তুরস্ক ও ইরানের সহযোগিতাও চান রুশ প্রেসিডেন্ট।সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে রাশিয়া সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন পুতিন।জেডএইচ/পিআর
Advertisement