প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারের গ্রেফতার দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হককে দুদক কার্যালয়ে আনা হয়েছে।
Advertisement
সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় দুই জনকে দুদক কার্যালয়ে আনা হয়। রোববার (২৪ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদেরকে গ্রেফতার করে। এরপর তাদেরকে রমনা মডেল থানা হেফাজতে রাখা হয়।
জানা গেছে, পি কে হালদার ওই দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়েছেন, যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন।
দুদক সূত্র জানায়, এই দুজন পি কে হালদারের অন্যতম সহযোগী। অর্থ আত্মসাতে পি কে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
Advertisement
এসএম/এআরএ/এমকেএইচ