`থাকলে শিশু বিদ্যালয়ে, হবে না তার বাল্যবিয়ে` এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহকে লাল কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ, ইউনিসেফ চাউল্ড প্রোটেকশান অফিসার জামিল হাসান, কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ ইকবাল, কোমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফার রহমান। এসময় শাখরা ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।এমজেড/এমএস
Advertisement