জাতীয়

এবার বেক্সিমকোর মাধ্যমে এল করোনার টিকা

এবার সরকারি অর্থায়নে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এল করোনাভাইরাসের ভ্যাকসিন।

Advertisement

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা ২০মিনিটে ভারতের মুম্বাই থেকে এয়ার চার্টারের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় আসার কথা থাকলেও এর ১০ মিনিট আগে টিকাবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ চালানে ৫০ লাখ ডোজ আসার কথা থাকলেও কতগুলো ডোজ এসেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

Advertisement

এর আগে, গত ২০ জানুয়ারি বাংলাদেশকে শুভেচ্ছাস্বরূপ সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনার টিকা পাঠায় ভারত।

এমইউ/এসজে/জেআইএম