আইন-আদালত

সাকার শুনানি হচ্ছে না আজ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হচ্ছে না আজ মঙ্গলবার। পরবর্তী কার্যতালিকায় আসলে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।জানা যায়, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আবেদনের সময় আর্জি করলে আদালত তা গ্রহণ করেন এবং পরবর্তীতে কার্যতালিকায় আসলে এ আপিল আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে আজ (মঙ্গলবার) সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শুনানি অনুষ্ঠিত হয়। পরে তার রায় আগামীকাল বুধবার ঘোষণার জন্য দিন ধার্য করেন। বেঞ্চে বাকি সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা চৌধুরী।এফএইচ/আরএস

Advertisement