ধাঁধা :১. ‘বাঘের মত লাফ দেয়, কুকুরের মত বসে, হাঁসের মত ভাসে।’ - বলেন তো কী হতে পারে?২. ‘তিন অক্ষরে নাম তার চোখের প্রদর্শনী, প্রথম অক্ষর কেটে দিলে তৃষ্ণা পায় বুঝি। মাঝের অক্ষর কেটে দিলে রং হয় জানি, শেষের অক্ষর কেটে দিলে কঠোর পরিশ্রমী।’ - বলেন তো জিনিসগুলো কী?উত্তর :১. ব্যাঙ২. কাজল, জল, কাল, কাজএসইউ/এমএস
Advertisement