ভারতের প্রত্যন্ত গ্রামে করোনার ভ্যাকিন পৌঁছে দেয়ার বিশেষ ধরনের ট্রাক আনছে টাটা মটরস। এই ট্রাকের নাম দিয়েছে রেফ্রিজারেটেট ট্রাক।
Advertisement
করোনা ভ্যাকসিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে যে ট্রাক ব্যবহার করা হবে তাতে তাপমাত্রা ও ওজন নির্ধারিত থাকবে। ফলে সাধারণ ট্রাকে ভ্যাকসিন পৌঁছে দেয়া যাবে না।
রেফ্রিজারেটেট ট্রাক সেই হিসেবে এর ডিজাইন করা হয়েছে।
এ রেফ্রিজারেটেড ট্র্যাক বিভিন্ন প্রকারের হবে। ইন্টারমিডিয়েট কমার্শিয়াল ভেহিকেল ও মিডিয়াম কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্ট-এ এই ট্রাক ভ্যাকসিন বহন করবে।
Advertisement
অর্থাৎ, শুধু ট্রাক নয়, রেফ্রিজারেটেড ভ্যানও ভ্যাকসিন পৌঁছে দেয়ার কাজ করবে।
টাটা মটরস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়ার জন্য ভারত সরকারকে সহায়তা করতে পেরে তারা গর্বিত।
ইনসুলেটেড ভ্যাকসিন ও রেডি টু ইউজ রিফার্স ভারতের যে কোনো প্রান্তে থাকা গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে তাদের রেফ্রিজারেটেট ট্রাক।
এমএমএফ/এমএস
Advertisement