দেশজুড়ে

রাঙামাটির সম উন্নয়নের পরামর্শ দীপংকরের

শিগগরিই রাউজান থেকে রাঙামাটি পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, ‘রাঙামাটি পর্যটন নগরী। পর্যটনে নগরীতে উন্নত সড়ক ব্যবস্থা না থাকলে পর্যটকরা আগ্রহ হারাবে। যেহেতু রাউজান পর্যন্ত চার লেন নির্মিত হচ্ছে, সহসাই রাঙামাটি পর্যন্ত সড়কটিও চারলেনে উন্নীত হবে।’

Advertisement

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবমনোনীত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাউখালী উপজেলা পরিষদের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীপংকর তালুকদার বলেন, ‌‘আপনাদের অনেক দায়িত্ব, রাঙামাটি পুরো জেলাকে সমানভাবে উন্নয়ন করতে হবে। কেউ যাতে বলতে না পারে জেলা পরিষদ দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। কেউ যাতে বলতে না পারে এখানে চাকরি জন্য টাকা লাগে। টাকা নাই তো চাকরি নাই- এমন কিছু শুনলে বা জানতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। সবকিছু সঠিকভাবে করতে হবে, মেধাবীরা যাতে বঞ্চিত না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘অনেকেই আশঙ্কা করছেন, পাহাড়ি সড়কে কীভাবে চারলেন নির্মিত হবে, সে সমাধানও আমরা নিয়ে রেখেছি। কাপ্তাই হ্রদ ড্রেজিং করে পলি অপসারণ করে সেগুলো সড়ক নির্মাণে ব্যবহার করা হবে। কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের জন্য ডিপিপি প্রণয়ন করা হয়েছে।’

Advertisement

কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরীর সভাপতিত্বে এবং কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ক্যজাই মারমার সঞ্চালয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে কাউখালী উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন সংবর্ধিত জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য ও রাঙামাটি সাংসদ দীপকংকর তালুকদার এমপি। শেষে এলজিএসপির অর্থায়নে উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে কম্পিউটার ও প্রিন্টার প্রদান করেন প্রধান অতিথি।

শংকর হোড়/ইএ