প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে জানাতে আমাদের নিয়মিত আয়োজন ‘সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ’। আজকের উল্লেখযোগ্য আন্তর্জাতিক খবরগুলোতে চোখ বুলিয়ে নিতে পারেন এখানেই-
Advertisement
ভারতে বাড়ছে টিকা ভীতি, না নিয়েও নেয়ার দাবি বহু স্বাস্থ্যকর্মীরভারতে করোনার টিকা নেয়ার ভীতি ক্রমেই বাড়ছে। ভ্যাকসিন নেয়ার পরে কয়েকজনের মৃত্যুর অভিযোগে এই আতঙ্ক ছড়িয়েছে বলে জানা গেছে। যদিও এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রেই ভ্যাকসিনকে মৃত্যুর কারণ হিসেবে মেনে নেয়নি প্রশাসন। তবুও আতঙ্ক যে ক্রমে বাড়ছে, তার প্রমাণ মিলেছে। বেঙ্গালুরুতে অন্তত ২০ জন স্বাস্থ্যকর্মীকে চিহ্নিত করা গেছে, যারা ভ্যাকসিন না নিয়েও তা নেয়ার ভুয়া দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রথমবারের মতো হংকংয়ে আংশিক লকডাউনহংকংয়ে কয়েক হাজার মানুষকে লকডাউনের আওতায় রাখা হয়েছে। করোনা মহামারির পর প্রথমবারের মতো দেশটির একটি শহরে ৪৮ ঘণ্টার জন্য লকডাউন জারি হয়েছে। ইতোমধ্যেই হাজার হাজার মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বাইডেনের শপথে অংশ নেয়া ২০০ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্তমার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের সময় যুক্তরাষ্ট্রে কড়া নিরাপত্তা জারি ছিল। শপথের দিন ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সদস্য ওয়াশিংটনে মোতায়েন ছিলেন। এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেনের ওই শপথে অংশ নেয়া ন্যাশনাল গার্ডের দেড়শ' থেকে ২শ সদস্যের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে।
Advertisement
রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভে আটক দুই শতাধিককারাগারে বন্দী রুশ রাজনীতিক অ্যালেক্সেই নাভালনির সমর্থকরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছেন। শনিবার পুলিশ দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তায় দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিচ্ছে।
১৩৭ কোটি ডলার ঘুষের অর্থে বানানো পুতিনের প্যালেস!রাশিয়ার প্রধান বিরোধী দলের নেতা অ্যালেক্সেই নাভালনি তার এক ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিলাসবহুল প্যালেসের ভিডিও প্রকাশ করেছেন। প্যালেসটির মূল্য ১৩৭ কোটি ডলার এবং ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের ঘুষ হিসেবে পুতিনকে এই অর্থ প্রদান করা হয়েছে বলে দাবি করেন নাভালনি।
টিকা নিরাপদ, অযথা ভয় পাবেন না : মোদিব্যাপক উৎপাদন সত্ত্বেও করোনা ভ্যাকসিন নিতে অনাগ্রহী বেশিরভাগ ভারতীয় নাগরিক। তাই কিছুটা বাধ্য হয়েই জনগণকে ভ্যাকসিন নেয়ার জন্য উৎসাহ দিতে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শনিবার (২৩ জানুয়ারি) এক ভিডিওবার্তায় মোদি বলেন, বিজ্ঞানীদের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই ভ্যাকসিন বাজারে ছাড়া হয়েছে। তাই অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই।
জনপ্রিয় মার্কিন উপস্থাপক ল্যারি কিং আর নেইযুক্তরাষ্ট্রের টেলিভিশন ও বেতার জগতের অন্যতম শীর্ষ উপস্থাপক ল্যারি কিং লস এঞ্জেলেসে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার সেডার্স-সিনাই মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ওরা মিডিয়া। এই প্রডাকশন হাউসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ল্যারি কিং। বিভিন্ন খবরে প্রকাশ, ল্যারি কিং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে ভুগছিলেন। এছাড়া গত কয়েক বছরে তার ডায়াবেটিস, হার্ট অ্যাটাকসহ একাধিক স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছিল।
Advertisement
ক্ষুব্ধ ট্রুডোকে ‘শান্ত করতে’ কানাডা যাচ্ছেন বাইডেন!যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের দিনই জো বাইডেনের একটি সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর পরেই টেলিফোনে কথা হয়েছে দুই নেতার। আলাপকালে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করতে আগামী মাসে স্বশরীরে দেখা করতে রাজি হয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।
তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশচীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণপশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে শনিবার অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতগুলো চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানিয়েছে তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বিমান বাহিনী চীনের বিমানগুলোকে সতর্ক করেছে এবং এগুলোকে পর্যবেক্ষণের জন্য মিসাইল বসিয়েছে।
এমকে/জিকেএস