ফিচার

আজকের এইদিনে : ১৭ নভেম্বর ২০১৫

১৫২৫ খ্রিস্টাব্দের এই দিনে  সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।১৫৫৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের রানি হন।১৭৯৬ খ্রিস্টাব্দের এই দিনে নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে  ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে  ভেনিজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।১৮৬৯ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে   ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবন্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী হাঙ্গেরীয় পদার্থবিদ পল উইগনারের জন্ম।১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে  ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের মৃত্যু।১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে  পণ্ডিত ও সাহিত্যিক হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু।১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে  মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েট ইউনিয়নকে স্বীকৃতি দেয়।১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্কোরসেজি জন্মগ্রহণ করেন।১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে  বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরলোকগমন করেন।১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগীজ ফুটবল খেলোয়াড় ন্যানি জন্মগ্রহণ করেন।১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে  হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড় পুশকাস মৃত্যুবরণ করেন ।এইচআর/জেডএইচ/এমএস

Advertisement