শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যফেরত যাত্রীর চাপ বাড়ছে । ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ৬৭৯ জন যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। তাদের মধ্যে গত দুইদিনে ফিরেছেন দুই শতাধিক যাত্রী।
Advertisement
সর্বশেষ ২৪ ঘন্টায় শাহজালালে ২৯টি ফ্লাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বমোট ৫ হাজার একজন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য থেকে ফিরেছেন ১১০ জন। তাদের সকলকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে চারদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ১৬ জানুয়ারি থেকে ১৪ দিনের বদলে চারদিনের কোয়ারেন্টাইনের নিয়ম চালুর পর থেকে যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে।
চারদিন পর করোনার নমুনা পরীক্ষা করে যাদের করোনা নেগেটিভ পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে বাকি ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যারা ফিরেছেন তাদের ১৪ দিনের দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়।
Advertisement
এমইউ/এমএইচআর/এমএস