বাংলাদেশে ই-কমার্স সেক্টরকে উন্নয়নের লক্ষ নিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এরমধ্যেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রায় ৭০টি ই-কমার্স প্রতিষ্ঠান ই-ক্যাবের সদস্য হয়েছে। তারা শুধু দেশের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চান না, বর্হিবিশ্বেও ছড়িয়ে দিতে চান ই-কমার্সের কার্যক্রম। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অায়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরে সংগঠনটি।সংবাদ সম্মেলনে ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ সংগঠনটির মূল বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রতিটি গ্রামের মানুষ অনলাইনে পণ্য কেনা-বেচা করবে। অামরা বিশ্বাস পর্যটন শিল্প, শিক্ষাসহ সবক্ষেত্রেই ই-কমার্সের ছোঁয়া লাগবে। বাংলাদেশের প্রতিটি জেলার বিখ্যাত পণ্যসমূহ অনলাইন শপিং সাইটের মাধ্যমে চলে যাবে বর্হিবিশ্বের কাছে। মূলত অামরা এ লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছি।বর্তমানে কয়েকশ ই-কমার্স প্রতিষ্ঠান থাকলেও আইন ও অবকাঠামো না থাকায় নিরাপদ লেনদেন করা সম্ভব হচ্ছে না। এমন কোনও উপযুক্ত প্রতিষ্ঠান নেই যারা ই-কমার্সের প্রতারণা রোধে কাজ করছে। তাই সকল সমস্যাসহ পণ্য-সেবা সরবরাহের সমস্যা সমাধানে ই-ক্যাব কাজ করবে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব এন আই খান, সংগঠনের সহ-সভাপতি সৈয়দা গুলশান ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, যুগ্ন সম্পাদক মীর শাহেদ আলী প্রমুখ।
Advertisement