সারাদেশে এ পর্যন্ত ২৩ হাজার ৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । তিনি জানান, আইসিটি ইন এডুকেশন ফর সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল প্রকল্পের মাধ্যমে এইসব সামগ্রী সরবরাহ করা হয়। সোমবার জাতীয় সংসদে রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলীর প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের বাইরে থাকায় তার পক্ষে সংসদকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। মন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ইন্টারনেট সংযোগসহ মডেম সরবারহ করা হয়েছে। একইসঙ্গে ২৪ হাজার ১২২ শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাশরুমের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, এর ফলে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার কার্যকর ভূমিকা পালন করবে। ভবিষ্যতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও মাল্টিমিডিয়ার ব্যবহার সম্প্রসারিত করা হবে। তিনি জানান, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমান সরকারের বিগত মেয়াদে ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর মাদ্রাসা এডুকেশন প্রকল্প’ এর আওতায় ১০০টি মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা কোর্স চালু করা হয়েছে। এইচএস/এসকেডি/আরআইপি
Advertisement