ক্যাম্পাস

শাবিতে মঙ্গলবার নীল ময়ূরের যৌবন মঞ্চায়ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য সংগঠন দিক প্রযোজনায় নাটক নীল ময়ূরের যৌবন মঙ্গলবার মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করা হবে।আয়োজকরা জানান, এটি দিক থিয়েটারের ১৭তম প্রযোজনা এবং তৃতীয় প্রদর্শনী। নাটকটি রচনা করেছেন সেলিনা হোসেন। নাটকে নির্দেশনা দিয়েছেন বিজিত চক্রবর্তী পলাশ এবং পুনঃনির্দেশনা দিয়েছেন সুর্পণ্য মৌ।নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সুর্পণ্য মৌ,আসাদুজ্জামান নয়ন, মুশফিক ভুঁইয়া,খন্দকার মাহমুদুল হাসান, জোহান জাকারিয়া, রনি তালুকদার, সানজিদা হাসান, নওশাবা মোহনা, জগদীপ দাশ তনু, জুই দাশ প্রমুখ।দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন বলেন, নাটকের মূল উপজীব্য হচ্ছে- বাংলা ভাষার ক্রমবর্ধমান অগ্রগতি। সেই অতি প্রাচীনকাল থেকে যারা বাংলা ভাষাকে লালন করতেন কিংবা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে দিয়েছেন। তাদের বিভিন্ন দিক নানাবিধ ঘটনার মাধ্যমে উপস্থাপিত করা হবে। আব্দুল্লাহ আল মনসুর/এআরএ/আরআইপি

Advertisement