দেশজুড়ে

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা : আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা সংক্রান্ত মামলায় আদালতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এ কার্যক্রম শুরু হয়। এদিকে আলোচিত এই মামলাটিকে কেন্দ্র করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement

ইতোমধ্যে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আলোচিত এই মামলা চলাকালে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য আদালতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

আলোচিত এ মামলার প্রধান আসামি সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

আদালত চত্বরে উপস্থিত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমানসহ একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, আমরা ধারণা করছি, আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিবের জামিন বাতিল করে কারাগারে নিতে পারে। আদালত চত্বরে প্রস্তুতি দেখছি তেমনই। হাবিবুল ইসলাম হাবিব নির্দোষ, তাকে রাজনৈতিকভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে।

Advertisement

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, একটি আলোচিত মামলাকে কেন্দ্র করে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের জামিন বাতিল হবে কি না সে ব্যাপারে কিছু বলতে পারবো না। সেটি আদালতই জানেন। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালানো হয়। সাতক্ষীরা সদর থেকে ফেরার পথে কলারোয়া বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে এ হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ মামলায় মোট আসামি বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন।

আকরামুল ইসলাম/এআরএ/এমকেএইচ

Advertisement