সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশ যথাযথ অনুসরণ না করায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করেছেন হাফিজ ইব্রাহিমের স্ত্রী। আগমী ১১ ফেব্রুয়ারি এই আবেদনের ওপর আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেন। পরে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটি দায়ের করেন। ওই আবেদনের শুনানি করে আগামী ১১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠিয়ে দেয় চেম্বার জজ। ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী (বিশেষ জজ আদালত-৩) এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে। এর আগে আলিয়া মাদ্রাসার মাঠে পিলখানা বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাসহ ৭৮ জনের হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ হয়। এফএইচ/এসকেডি/পিআর
Advertisement