আন্তর্জাতিক

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা এই মহামারির শুরু থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত ভ্রমণে কড়াকড়ি আরোপ করে।

Advertisement

‘অনাবশ্যক’ ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ করা হয় গত বছরের মার্চে। সংক্রমণ সীমিত রাখতে তখন এ পদক্ষেপ নেয়া হয়েছিল। এরপর থেকে প্রতি মাসেই এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে যে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে তা আরও এক মাস বাড়ানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘোষণা অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ট্রুডো বলেন, সীমান্তের উভয়পাশের মানুষকে কোভিড-১৯ থেকে নিরাপদ রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই সংক্রমণের সংখ্যা বাড়ছে।

Advertisement

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, মহামারির শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল কানাডিয়ানদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া। ভ্যাকসিন কিনেই হোক বা কঠোর ভ্রমণ বিধি-নিষেধ আরোপ করেই হোক, আমাদের লক্ষ্য একটাই এবং তা হলো আপনাদের সুরক্ষা দেয়া।

সীমান্ত দিয়ে পর্যটকদের আসা-যাওয়া পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সীমান্ত পাড়ি দেয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, ১৪ দিনের কোয়ারেন্টাইনের শর্তে বিশেষ ক্ষেত্রে সীমান্ত পাড়ি দিয়ে পরিবারের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন উভয় দেশের নাগরিকরা।

এসএস/এমকেএইচ

Advertisement