গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শিশু শুভ (৬) হত্যা মামলার প্রধান আসামি আবদুর রাজ্জাকের (৪৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে সোমবার দুপুরে আবদুর রাজ্জাক আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক রতেশ্বর ভট্টাচার্য জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাইবান্ধা নারী ও শিশু ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ, কে, এম মহিবুল হক সরকার মোহন জানান, আবদুর রাজ্জাক নারী শিশু ট্রাইবুন্যালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবদুর রাজ্জাকসহ ১০ জনকে অভিযুক্ত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জিন্নাত আলী। অভিযুক্ত ১০ জনের মধ্যে ৯ আসামি জেলে রয়েছেন। এরমধ্যে শুভর চাচা মামলার প্রধান আসামি আবদুর রাজ্জাক এতদিন পলাতক ছিলেন। সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বালাপাড়ার আশেক আলী মাস্টারের শিশু ছেলে শুভ মিয়াকে (৬) ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর বাড়ির উঠান থেকে অপহরণ করে নিয়ে যান দুর্বৃত্তরা। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে শুভর বাবার কাছে। মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। দুুদিন পর পুলিশ অপহরণকারী চক্রের ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের স্বীকারোক্তি মোতাবেক ১০ সেপ্টেম্বর রাত আটটার দিকে মীরগঞ্জ গুচ্ছ গ্রামের পাশে ঈদগাঁ মাঠের দক্ষিণে একটি নালার কচুরি পানার নিচ থেকে শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুভর বাবা আশেক আলী মাস্টার বাদী হয়ে ১১ সেপ্টেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩০২/৩৪ দণ্ডবিধিতে আবদুর রাজ্জাকসহ ১০ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।অমিত দাশ/এমজেড/পিআর
Advertisement