ভারত থেকে দুইভাবে করোনার টিকা আসবে। এর মধ্যে বেক্সিমকোর মাধ্যমে সিরাম ইনস্টিটিউটের মধ্য দিয়ে দেশে আসবে তিন কোটি ডোজ এবং ভারত উপহার হিসেবে দেবে ২০ লাখ ডোজ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
Advertisement
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় তারা এক কোটি শরণার্থীকে আশ্রয়সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছে। করোনাকালেও ভারত টিকা দিয়ে সেই সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র এবং করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করায় প্রতিমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।
এর আগে বঙ্গবন্ধু গবেষণা সংসদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহযোগী কমিটি আয়োজিত অনুষ্ঠানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অর্থায়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ কম্বল, ত্রিশ বক্স মাক্স ও ত্রিশ বোতল হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়।
Advertisement
বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশের কান্ট্রি হেড ডক্টর প্রকাশ চাঁদ সাবু এবং ব্যাংকটির ঢাকা ব্র্যাঞ্চের চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন্ত ঘোষ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ইভাক ঢাকার ডেপুটি চিফ অপারেটিং অফিসার গৌরব চক্রবর্তী, ইভাকের ম্যানেজার (অপারেশন) সৈয়দ আরশাদ আলী, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা প্রমুখ।
আল-মামুন/এএইচ/জেআইএম
Advertisement