বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউপি কার্যালয়ে উদ্যোক্তার কক্ষে হানা দিয়ে প্রায় তিন লাখ মূল্যের কম্পিউটার সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপির সচিব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালের দিকে ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, থানায় করা লিখিত অভিযোগে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে স্থানীয় মাদকাসক্তরা এর সঙ্গে জড়িত।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউপি ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে উদ্যোক্তার কাজ করেন নাছিমা খাতুন। তিনি রোববার (১৭ জানুয়ারি) কাজ শেষে সন্ধ্যার দিকে কক্ষ বন্ধ করে বাসায় যান। তখন ইউপি কার্যালয়ে গ্রাম পুলিশ (চৌকিদার) পাপন চন্দ্র মালি রাত্রিকালীন পাহারায় নিয়োজিত ছিলেন।
Advertisement
রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনের ছাদে উঠে সেখান থেকে দ্বিতীয় তলায় কক্ষের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কক্ষের ভেতর থাকা একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার ও আইপিএসের ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
এ অবস্থায় সোমবার (১৮ জানুয়ারি) সকালের দিকে উদ্যোক্তা নাছিমা খাতুন কাজের উদ্দেশ্যে কার্যালয়ে পৌঁছে চুরির বিষয়টি টের পান। পরে তিনি এ বিষয়টি ইউপি চেয়ারম্যান ও সচিবকে অবগত করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউপি উদ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএমএম/এমকেএইচ
Advertisement