চাঁপাইনবাবগঞ্জে রেলের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। এ সময় শর্টগানের গুলি চারজন আহত হন। সোমবার দুপুরে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রোববার থেকে শুরু হওয়া অভিযানের দ্বিতীয় দিন সোমবার দুপুর পর্যন্ত বাড়িঘর-দোকানপাটসহ প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকান উচ্ছেদ চলাকালে এক কিশোর ইটের নিচে চাপা পড়েছে অভিযোগ তুলে স্থানীয় জনতা অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় বুলডোজারটিতে আগুন দেয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে। এ সময় চারজন আহত হন।অভিযানে নেতৃত্বদানকারী পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, চাঁপাইনবাবগঞ্জে রেলের প্রায় ৩০০ বিঘা সম্পত্তিতে প্রায় ৮০০ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ইতিপূর্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হলেও দখলদাররা তা সরিয়ে না নেয়ায় রোববার থেকে বুলডোজার দিয়ে অবৈধ দোকানপাট ভেঙে ফেলা হচ্ছে।এতে স্থানীয় পুলিশসহ রেল পুলিশ সহায়তা করছে। কিন্তু সোমবার দুপুরে গুজব ছড়িয়ে কতিপয় সন্ত্রাসী তাদের ওপর হামরা চালিয়ে অভিযান বাধাগ্রস্ত করেছে। এতে বুলডোজারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।মোহা. আব্দুলাহ/এআরএ/পিআর
Advertisement