বৃষ্টির কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে কোনও বল মাঠে গড়ায়নি। রবিবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ও মাঠের সার্বিক অবস্থা বিবেচনা করে ম্যাচ আম্পায়াররা তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও কোনও বল মাঠে গড়ায়নি।দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিনটি নিজেদের করে রেখেছিল ভারত। রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ ঘূর্ণিতে ২১৪ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। জবাবে প্রথম দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ৮০ তোলে স্বাগতিকরা। বৃষ্টিতে খেলা না হওয়ায় দ্বিতীয় দিন শেষে ভারত এখনও ১৩৪ রানে পিছিয়ে রয়েছে। শিখর ধাওয়ান ৪৫ ও মুরালি বিজয় ২৮ রানে ক্রিজে রয়েছেন।চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত।এমআর/পিআর
Advertisement