রাজনীতি

বিস্ফোরক মামলায় আ.লীগের ৭ নেতা কারাগারে

বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মোল্লাসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-১ এ তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক মো. আনোয়ারুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া অন্যরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মোল্লার ভাই বেল্লাল মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা পাভেল মোল্লা, শাহ আলম, মো. আলাউদ্দিন, মো. আলমগীর ও কবির মাঝি।বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন কাবুল মামলার নথির বরাত দিয়ে জানান, মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ সরদারসহ তার অনুসারীদের উপর গত ১৯ এপ্রিল রাতে বোমা হামলা চালানো হয়। এতে আলতাফ সরদারসহ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জামাল মোল্লাসহ ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। কয়েকদিন আগে ওই মামলার তদন্ত কর্মকর্তা ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।ইউপি চেয়ারম্যান জামাল মোল্লাসহ সাতজন সোমবার আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। সাইফ আমীন/এমজেড/আরআইপি

Advertisement